Sunday, February 3, 2019

সুস্থ সবল জাতি চাই নিরাপদ খাদ্যের বিকল্প নাই

https://web.facebook.com/agriculture.for.nutrition.platform.bangladesh/


নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর আওতায় গঠিত "বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ" কর্তৃক মোড়কাবদ্ধ খাদ্য লেবেলিং প্রবিধানমালা, ২০১৭, ০৯ মে ২০১৭ তারিখে প্রকাশিত হয়েছে এবং তারিখ হতে কার্যকর হয়েছে
খাদ্য উৎপাদন, আমদানি, প্রক্রিয়াকরণ, মজুদ, সরবরাহ, বিপণন বিক্রয় কার্যক্রমে সংশ্লিষ্ট সকল ব্যাক্তি/প্রতিষ্ঠান এবং জনগণকে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ওয়েবসা্ইট ভিজিট করে উক্ত প্রবিধানমালায় বর্ণিত নির্দেশ সমূহ যথাযথভাবে অনুসরণ করার জন্য অনুরোধ করা যাচ্ছে
লক্ষ করা যাচ্ছে যে, কোন কোন খাদ্য উৎপাদকারী প্রতিষ্ঠান তাদের উৎপাদিত মোড়কাবদ্ধ খাদ্য বা খাদ্য পণ্যে ব্যবহৃত সকল উপকরণের তালিকা বা বিবরণ লেবেলে উল্লেখ করছেন না যা উক্ত প্রবিধানমালার লংঘন


No comments:

Post a Comment