https://web.facebook.com/Rabindranath.shilaidaha.bangladesh/
রবীন্দ্রনাথের
ন্যায় ক্ষণজন্মা প্রতিভা যেকোনো সাহিত্যে কয়েক
শতাব্দীতে একজন জন্মগ্রহণ করেন। এদিক
বিবেচনায় আনলে স্বীকার না
করে গত্যন্তর নেই, বাঙালি জাতির
অকল্পনীয় সৌভাগ্য যে তিনি আমাদের
ভেতরে আবির্ভূত হয়েছিলেন। তাঁর
১৯১৩ সালে নোবেল পুরস্কারপ্রাপ্তি
এক বিশ্বজনীন স্বীকৃতি বটে; কিন্তু তিনি
যদি এই দুর্লভ সম্মানে
ভূষিত নাও হতেন তবু
তাঁর মাহাত্ম্য খর্ব হতো না
কিংবা আমাদের গর্ভ কিছুমাত্রও
লাঘব হতো না।
তাঁর তুলনা তিনি নিজেই।
এসব কারণেই তাঁর আবির্ভাব
দিবস, ২৫শে বৈশাখ, উদ্যাপন প্রত্যেক বাঙালির
অবশ্যকৃত্য হয়ে দাঁড়ায়।
পৃথিবীর বুকে বাঙালির দৃপ্ত
পদক্ষেপ রবীন্দ্রনাথকে দিয়েই শুরু হয়েছে। তাঁর
দান বাঙালি জাতির জীবনধারা,
সমাজ ও সংস্কৃতিকে যেভাবে
ঢেলে সাজিয়েছে সেই অহংকার নিয়ে
বাঙালি জাতিসত্তা যত দিন বেঁচে
থাকবে তত দিন পথ
চলবে।
No comments:
Post a Comment